শোভনকে হারালেন রত্না

Must read

প্রতিবেদন : রাজনীতির ময়দানে শোভনকে হারালেন রত্না। ২০১৫ সালে বেহালার ১৩১ নম্বর ওয়ার্ডে ৬ হাজার ২০০ ভোটে জয়ী হন শোভন চট্টোপাধ্যায়। এবার তাঁকে দশ গোল দিলেন রত্না। ২০২১ পুর নির্বাচনে এককথায় দেখিয়ে দিলেন। রেকর্ড গড়ে জিতলেন ১০ হাজার ২০৬ ভোটে। জয়লাভের পরই সকালে কালীঘাটে পৌঁছে যান রত্না চট্টোপাধ্যায়।

আরও পড়ুন : কাল মেয়রের নাম ঘোষণা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করে আশীর্বাদ নেন। বলেন, ‘‘কালীঘাটে সবাই মন্দিরে আসেন। মা কালীর পুজো দেন। আমার দেবী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর আশীর্বাদ নিলাম।’’ ব্যক্তিগত জীবনে বহু ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়েছেন রত্না। বান্ধবীকে পাশে নিয়ে একের পর এক অপমানজনক মন্তব্য করেছেন শোভন। এমনও বলেছেন, রাজনীতির ময়দানে জায়গা করতে পারবেন না রত্না। কিন্তু রত্না নির্বাচনে জয়লাভ করে হাতে কাউন্সিলরের শংসাপত্র নিয়ে জোর গলায় বলেন, ‘‘আমি শোভনকে ছাড়াই স্ট্যান্ড করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন।’’ রত্না শোভনকে অভিজ্ঞ রাজনীতিবিদ সম্বোধন করে বলেন, ‘‘যিনি একসময় মন্ত্রিত্ব, মেয়রের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন আজ নির্বাচনের ময়দানে তাঁর কোনও অস্তিত্বই নেই।”

Latest article