ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ শিবু সোরেনের (Shibu Soren) প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঝাড়খণ্ডের আদিবাসী সমাজের মুখ তথা গোটা দেশে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার অন্যতম রূপকার শিবু সোরেনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও।
বিভিন্ন সময়ে বিশেষত সাম্প্রতিক রাজনীতিতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে একযোগে বিজেপি বিরোধিতায় সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস। শিবু সোরেন ও হেমন্ত সোরেনকে দেশের রাজনীতিতে সব সময় পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী। ভাই হেমন্ত সোরেনসহ আদিবাসী সম্প্রদায়ের মানুষের প্রতি শোক প্রকাশ করে তিনি জানান, শিবু সোরেন, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা এবং আমার আদিবাসী ভাই বোনেদের ‘গুরু দিশম’-এর প্রয়াণে আমি শোকাহত। আমার আন্তরিক সমবেদনা ভাই হেমন্ত সোরেন, প্রয়াত সাংসদের (Shibu Soren) পুত্র ও বর্তমান ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রীর প্রতি। সেই সঙ্গে তাঁর পরিবার, সহকর্মী ও বৃহত্তর পরিবারের সকল অনুগামীদের প্রতি সমবেদনা। আমি তাঁকে ভালোভাবে চিনতাম ও তাঁর প্রতি আমার আন্তরিক সম্মান ছিল। ঝাড়খণ্ডের ইতিহাসের একটি অধ্যায়ের যবনিকা পতন হল আজ।
আরও পড়ুন-প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন
আদিবাসী সম্প্রদায়ের মানুষকে মাথা তুলে এগিয়ে নিয়ে যাওয়ার রূপকার শিবু সোরেনের প্রয়াণে শোকবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, শিবু সোরেনজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত – একজন উচ্চ শির ব্যক্তিত্ব, যাঁর কণ্ঠস্বর আদিবাসীদের প্রজন্মের পর প্রজন্মকে শক্তি যুগিয়েছে এবং যার সংগ্রাম ঝাড়খণ্ডের অস্তিত্বকে রূপ দিয়েছে। তৃণমূলস্তর থেকে জাতীয় স্বীকৃতি অর্জনের পথে তাঁর এই যাত্রা সাহস, ত্যাগ এবং জনগণের প্রতি তাঁর অটল বিশ্বাসের এক কাহিনী। তাঁর অনুপস্থিতি এমন একটি শূন্যস্থান তৈরি করল যা পূরণ হওয়ার নয়।