অমিত মালব্য (Amit Malviya)। বিজেপির এই ট্যুইট মাস্টারের বাংলায় ঢোকা বন্ধ করতে হবে। এই লোকটি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাংলা ভাষা বিরোধী। এই লোকটি অশিক্ষিত। এই লোকটি বলছে বেঙ্গলি বলে কোনও ভাষা নেই। স্পর্ধা বলিহারি। প্রথমত বলতে হয়, অমিত এতবড় অশিক্ষিত যে জানে না, বেঙ্গলি জাতিটাকে বলা হয়, আর বাংলা ভাষাটিকে বলা হয়।
আরও পড়ুন-‘ব্যর্থ’ সরকার! জনকল্যাণের চেয়ে ইভেন্ট ম্যানেজমেন্টে নজর বেশি, কটাক্ষ অখিলেশ যাদবের
মালব্য নামের হার্মাদটি বিষয়টি জানে না বলে তো মনে হয় না। আসলে এসব করছে উদ্দেশ্যপ্রণোদিত। ইচ্ছাকৃতভাবে। এসব বিকৃত মানসিকতার ফসল। বিজেপি রাজনীতিতে হেরে গিয়ে বাঙালির অস্মিতাকে হাতুড়ি মারার খেলায় নেমেছে। ওদের ভরাডুবি হবে ছাব্বিশে।
আরও পড়ুন-শ্রাবণ মাসে দামোদরে সতর্কতা, বন্ধ বড়জোড়ার অস্থায়ী ঘাট
মূর্খ লোকটা জেনে রাখুক, যে ভাষায় জাতীয় সঙ্গীত গায়, সেটা বাংলা। সেটার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা বলে ভাষা নেই বলা মানে বাংলাকে অপমান করা, অর্থাৎ রবীন্দ্রনাথকে অপমান করা স্বামীজিকে অপমান করা। ওদের শিক্ষাগুরু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও এই ভাষাতেই কথা বলতেন। মূর্খদের একটু ইতিহাস পড়ার দরকার আছে। বিমানবন্দরের বাইরে ওকে বেরতে দেওয়া উচিত নয়। বিজেপি যেন জানিয়ে দেয় কবে মালব্য নামবে। সেদিন বাঙালিরা থাকবেন সেখানে। চ্যালেঞ্জ রইল।