জুন মাসে পটনায় (Patna) এই উড়ালপুল উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। তিনি এই উড়ালপুলকে ‘দৃষ্টিভঙ্গি’ আখ্যা দিয়েছিলেন। পটনার ওই উড়ালপুল নির্মাণে খরচ হয়েছিল ৪২২ কোটি টাকা। কিন্তু এক মাস পেরোতেই ফাটল ধরল সেই উড়ালপুলে। সমাজমাধ্যমে সেই উড়ালপুলের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। আপাতত কাঠগড়ায় বিহার সরকার। পটনার অশোক রাজপথ ধরে এই ডাবল ডেকার উড়ালপুল তৈরি করা হয়েছে। যানজট নিয়ন্ত্রণ করতেই এটিতে তিন স্তরীয় ট্রাফিক ব্যবস্থা রয়েছে। একটি ডেক পটনা কলেজ থেকে বিএন কলেজ পর্যন্ত প্রসারিত, দ্বিতীয় ডেকটি কারগিল চক থেকে শতাব্দী দ্বার পর্যন্ত গিয়েছে। নীতীশের ভাষায় সারা রাজ্যে নগর পরিকাঠামোর মডেল এই উড়ালপুল। কিন্তু এক মাস যেতে না যেতেই মুখ পোড়াল সেই উড়ালপুল।
উড়ালপুলে ফাটলের ছবি প্রকাশ্যে আসতেই আঙুল উঠছে নীতীশ সরকারের দিকে। উড়ালপুলটি শীঘ্রই ভেঙে কোন বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছে সকলেই। ভোটমুখী বিহারে এই নিয়ে এই মুহূর্তে তরজা তুঙ্গে। স্বাভাবিকভাবেই এই ইস্যুতে বিরোধীরাও সরব হয়েছে।