সোমবার, বিকেলে রাজ্য রাজনীতিতে বড় খবর, আগামী বিধানসভা নির্বাচনের আগে আরও দায়িত্ব বাড়ল অভিষেকের (Abhishek Banerjee)। কলকাতা উত্তরের সাংসদ তথা লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ। পরিবর্তে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা করা হল।
আরও পড়ুন-সন্দেহের বশেই ওড়িশায় গোপনাঙ্গ কেটে খুন যুবক
এর আগে পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা ও অপরেশন সিন্দুর নিয়ে বিদেশে যাওয়া সংসদীয় দলেও তৃণমূলের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ তারিখ ইন্ডিয়ার নৈশভোজেও দলের তরফে যোগ দেওয়ার কথা তাঁর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ বর্ষীয়ান সুদীপ। সেই কারণে, তিনি গুরুত্বপূর্ণ বৈঠকে বা অধিবেশনে তিনি অনিয়মিত হয়ে পড়েছেন। এই পরিস্থিতি লোকসভার দলনেতা করা হল অভিষেককে।
বিস্তারিত আসছে…