জঙ্গলমহলে হঠাৎই কেঁপে উঠল গোটা এলাকা। মাওবাদী ‘শহিদ দিবসের’ শেষদিনে হঠাৎ এই ঘটনা ফিরিয়ে দিল পুরোনো স্মৃতি। রবিবার বিকালে ভুবনেশ্বর থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express) গড়বেতা স্টেশন সংলগ্ন শিলাই হল্টের কাছে হঠাৎ থেমে যায়। শোনা যায় বিকট শব্দ। জানা গিয়েছে জঙ্গলমহলে রেললাইনে বোমা বিস্ফোরণ হয়েছে। অল্পের জন্য প্রাণ বেঁচে গিয়েছে যাত্রীদের। রবিবার একই দিনে বিকেলে দুই জায়গা রেললাইনে বিস্ফোরণ ঘটেছে। একটি ওড়িশার সীমান্ত এলাকা সুন্দরগড় ও অন্যটি, এই গ্রামে। রেলসূত্রে খবর, ওই বিস্ফোরণের শব্দ প্রথম কানে আসে রাজধানীর গার্ডের। তিনিই স্থানীয় স্টেশনে খবর দেন। এরপর রাতে রেল আধিকারিকরা বিস্ফোরণ স্থলে পৌঁছে যান। যদিও স্থানীয় প্রশাসন বিস্ফোরণ নিয়ে কোন বক্তব্য রাখে নি।
আরও পড়ুন-সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বদলে লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়
যদিও এই বিস্ফোরণের নেপথ্যে কে বা কারা আছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায় নি। ঘটনার ফলে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল। রেললাইন থেকে সাদা পাউডারের মতো গুঁড়ো জিনিস উদ্ধার হয়েছে। ফরেন্সিক টিম ঘটনাস্থলে সোমবারই পৌঁছনোর কথা। এদিন প্রায় একই সময় ওড়িশার সীমান্তবর্তী জেলা সুন্দরগড়েও রেললাইনে বিস্ফোরণ ঘটে। উল্লেখ্য, মাওবাদীরা প্রতিবছর ২৮ জুলাই থেকে ৩ অগস্ট পর্যন্ত তাদের নিহত সংগঠনের সদস্যদের স্মরণে ‘শহিদ সপ্তাহ’ পালন করে। ওই সময় তারা বিভিন্ন রকম উগ্রপন্থী কার্যকলাপের ডাক দেয়। পুলিশের অনুমান, এই বিস্ফোরণ সেই কার্যকলাপের অংশ তবে গোটা বিষয়টি বর্তমানে তদন্তাধীন।