সিরাজ-ম্যাজিকে অবিশ্বাস্য জয়

ওভাল টেস্ট ৬ রানে জিতে সিরিজ ২-২ ড্র করেই দেশে ফিরছেন শুভমন গিলরা। সোমবার জেতার জন্য ইংল্যান্ডের দরকার ছিল মাত্র ৩৫ রান।

Must read

লন্ডন, ৪ অগাস্ট : অবিশ্বাস্য! মহানাটকীয়! ওভাল টেস্ট ৬ রানে জিতে সিরিজ ২-২ ড্র করেই দেশে ফিরছেন শুভমন গিলরা। সোমবার জেতার জন্য ইংল্যান্ডের দরকার ছিল মাত্র ৩৫ রান। আর ভারতের প্রয়োজন ছিল ৪ উইকেট। টানটান উত্তেজনার মধ্যে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল ভারত।
সৌজন্যে মহম্মদ সিরাজ। গতকাল হ্যারি ব্রুকের ক্যাচ মিস করেছিলেন। ভারতীয় পেসার তারই প্রায়শ্চিত্ত করলেন ইংল্যান্ডের শেষ চারটে উইকেটের মধ্যে তিনটে শিকার করে। এই ইনিংসে পাঁচ উইকেট। দু’ইনিংস মিলিয়ে তাঁর শিকার ৯ উইকেট। ম্যাচের সেরা সিরাজ ছাড়া আর কে হবেন!

আরও পড়ুন-জেলাওয়ারি বৈঠক শুরু অভিষেকের

এদিন জেমি স্মিথকে (২) আউট করে ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দিয়েছিলেন সিরাজই। এরপর সিরাজ ফেরান জেমি ওভারটনকে (৯)। জস টাংয়ের (০) স্টাম্প ছিটকে দিয়ে জয়ের স্বপ্ন আরও উসকে দিয়েছিলেন প্রসিধ কৃষ্ণ। তবে আহত ক্রিস ওকসকে সঙ্গে নিয়ে লড়ে যাচ্ছিলেন গাস অ্যাটকিনসন। কিন্তু সিরাজের ইয়র্কার গাস অ্যাটকিনসনের (১৭) স্টাম্প ছিটকে দিতেই নাটকীয় জয় ছিনিয়ে নেয় ভারত।
এই সিরিজে জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে বারবার নিজেকে ছাপিয়ে গিয়েছেন সিরাজ। নেতৃত্ব দিয়েছেন ভারতীয় বোলিংয়ের। তারই পুরস্কার ৫ টেস্টে ২৩ উইকেট। যা এই সিরিজে দুই দলের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের নজির। ম্যাচের সেরা পুরস্কার হাতে সিরাজ বলে গেলেন, ব্রুকের ক্যাচ ছাড়ার পর ম্যাচটা পুরোপুরি ঘুরে যেতে পারত। আবার ওই ক্যাচটা যদি নিতে পারতাম, তাহলে হয়তো আজ সকালে মাঠে নামতেই হত না। আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই বিশ্বাস ছিল যে, আমি কিছু একটা করে দেখাব। গুগল থেকে একটা ‘বিলিভ’ লেখা ছবি নিয়ে সেটা মোবাইলে ওয়াল পেপার হিসাবে সেভ করে রেখেছিলাম। বিশ্বাস ছিল, কিছু একটা করবই। সেটা করতে পেরেছি।

আরও পড়ুন-১০টি ফসলভিত্তিক হাব রাজ্যে, উদ্যোগী মুখ্যমন্ত্রী, কৃষি বিপণন দফতরের পদক্ষেপ

সিরাজ আরও বলেছেন, আমি কখনও হাল ছাড়ি না। এমনকী, গতকাল যখন ইংল্যান্ড ৩ উইকেটে ৩০৩ রান তুলে ফেলেছিল, তখনও বিশ্বাস ছিল ভাল কিছু হবে। আমি বল করার সময় একটাই চেষ্টা করে গিয়েছি। সেটা হল ধারাবাহিকভাবে একই জায়গায় বল রেখে যাওয়া। বিপক্ষের উপর চাপ বজায় রাখা।

Latest article