প্রতিবেদন : দশ বছর পর ‘দেশু’ এক মঞ্চে। এলেন, দেখলেন, জয় করলেন। হ্যাঁ, এখন থেকে তাঁরা এই নামেই পরিচিত হলেন। তৈরি হল চিরন্তন জুটি। মাইলফলক তৈরি করল ৪ অগাস্টের গোধূলির সন্ধিক্ষণ। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘ধূমকেতু’র (dhumketu) জমকালো ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। ন’বছর পর মুক্তি পাচ্ছে এই ছবি। সব আশঙ্কাকে দূরে সরিয়ে রেখে দেব-শুভশ্রী এক মঞ্চে হাজির হলেন। একসঙ্গে পাঁচটা ছবিতে কাজ করেছেন। ‘ধূমকেতু’ (dhumketu) ছয়। ছয়েই ছক্কা হাঁকালেন দেব-শুভশ্রী। মঞ্চে হাজির ছিল গোটা ‘ধূমকেতু’ টিম। ভক্তদের উচ্ছ্বাসে, উল্লাসে সেই মুহূর্তে যেন চাপা পড়ে যাচ্ছিল সব কিছু। শুধু আবেগ আর আবেগ। একটাই স্লোগান— শিরায় শিরায় রক্ত, আমরা দেব-শুভশ্রীর ভক্ত। মান-অভিমান ঝগড়া, রাগ সব কিছু ধুয়ে মুছে দিলেন তাঁরা। শুভশ্রী তাঁর ফ্যানদের উদ্দেশ্যে বললেন, আমাদের জুটিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কোনও এফর্ট দিইনি। আমরা বেঁচে থেকেছি তোমাদের ভালবাসায়, তোমাদের অনুভূতিতে। বাংলার দুই সুপারস্টারের নতুন করে বন্ধুত্ব হল। দেব তাঁর ফ্যানদের উদ্দেশ্যে বললেন, ধূমকেতু আমাদের কাছে শুধুই একটা সিনেমা নয়, এমন একটা ছবি যা আবেগ বা শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। আগামী ১৪ অগাস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি।
আরও পড়ুন-সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বদলে লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়