এসআইআর নিয়ে আলোচনার দাবিতে সংসদে অনড় বিরোধীরা

সপ্তাহের প্রথম দিনে ফের এসআইআর এবং বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে উত্তাল হয়ে উঠল সংসদ।

Must read

প্রতিবেদন: সপ্তাহের প্রথম দিনে ফের এসআইআর এবং বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে উত্তাল হয়ে উঠল সংসদ। নির্লজ্জ বিজেপির মুখোশ টেনে খুলে দিল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট। মূলত এই দুই ইস্যুতেই সোমবার উত্তাল হয় সংসদ অধিবেশন। তৃণমূল-সহ ইন্ডিয়া ব্লকের বিরোধী শিবির ভোটার তালিকার নিবিড় সংশোধনী এবং বাংলা ভাষা ইস্যুতে আগাম আলোচনার দাবি জানিয়ে মুলতুবি প্রস্তাবের নোটিশ দেয় সংসদের উভয় হাউস লোকসভা ও রাজ্যসভায়।

আরও পড়ুন-নেই কোনও লুকোচুরি, সবটাই সরাসরি

কিন্তু স্পিকার বিরোধী শিবিরের তরফে দেওয়া সব নোটিশ খারিজ করে দেন। এর বিরুদ্ধে সোচ্চার হন তৃণমূল কংগ্রেস সাংসদরা। আলোচনার দাবিতে ওয়েলে নেমে স্লোগান তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দলের অন্য সাংসদরা। আসনে ফিরে যেতে বিরোধী নেতাদের আবেদন করেন লোকসভার স্পিকার। গত দু’সপ্তাহে সংসদ অধিবেশন একটি বিল পাশ করতে পারেনি সরকার। সরকারের এই অসহায় অবস্থার কথা তুলে ধরেন লোকসভার অধ্যক্ষ। কিন্তু এরপরেও কাজের কাজ কিছু হয়নি। নিজেদের দাবিতে অনড় বিরোধীরা। দফায় দফায় লোকসভা মুলতুবি হয়ে য়ায়। ভেস্তে যায় প্রশ্নোত্তর পর্ব। অধ্যক্ষ বিএসির বৈঠকে বিরোধী দলের ফ্লোর লিডারদের সংসদ সচল রাখতে অনুরোধ জানালেও দুই ইস্যুতে আলোচনার দাবি থেকে সরতে রাজি হননি বিরোধীরা। শেষে দিনের মতো মুলতুবি হয়ে যায় লোকসভা। এদিন একইরকম ভাবে রাজ্যসভায় তৃণমূল ও বিরোধী দলের নেতারা একজোট হয়ে এসআইআর নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে মিলিত আক্রমণ শানান। ‍‘সার’-এর আলোচনা চেয়ে অনড় মনোভাব রেখেই বিরোধী দলের নেতারা শুক্রবার আলোচনা চেয়ে বিড়লাকে চিঠি লিখেছিলেন। সূত্রের দাবি, বিএসির বৈঠকে বিরোধী শিবিরের তরফে সরকার তিনটি অপশন বিষয় তুলে ধরে। প্রথমত, সার নিয়ে আলোচনা, নির্বাচনী সংস্কার এবং ভোটার তালিকা থেকে নাম অন্তর্ভুক্ত করা। কিন্তু বিরোধী দের প্রস্তাবে সরকার কোনওটাই মানতে চায়নি।

Latest article