আমাদের পাড়া আমাদের সমাধান : রেকর্ড, দু’দিনে সাড়ে ৪ লক্ষ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি ফের নজির সৃষ্টি করল। বাংলায় সম্প্রতি শুরু হয়েছে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’।

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি ফের নজির সৃষ্টি করল। বাংলায় সম্প্রতি শুরু হয়েছে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। এই কর্মসূচিতে ফের নজিরবিহীন সাড়া পেতে শুরু করেছে রাজ্য। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ সেই সাফল্যের কথা তুলে ধরলেন। তথ্য-পরিসংখ্যান পেশ করে তিনি জানান, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে শনিবার ও সোমবার দু’দিন মিলিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ১২০০টির বেশি শিবির হয়েছে। দু’দিনে এই শিবিরগুলিতে সাড়ে চার লক্ষেরও বেশি মানুষ অংশ নিয়েছেন।

আরও পড়ুন-দিনের কবিতা

মুখ্যসচিব জানান, এই প্রকল্পে সাধারণ মানুষ নিজের পাড়ার উন্নয়নের সিদ্ধান্ত নিচ্ছেন নিজেই। কোন রাস্তা মেরামত হবে, কোথায় ল্যাম্পপোস্ট লাগবে, কোথায় নিকাশি উন্নত করতে হবে কিংবা পানীয় জলের সমস্যা থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মানোন্নয়ন, জলাশয় সংরক্ষণের মতো পরিষেবাও ঠিক হচ্ছে ক্যাম্পে বসে। শিবিরে আসা মানুষের সমস্যার দ্রুত সমাধান হচ্ছে। তিনি আরও বলেন, ‘দুয়ারে সরকার’ শিবিরও সমান্তরালভাবে ভালভাবে চলছে। সেই সঙ্গে স্বাস্থ্য শিবির ও স্বনির্ভর মেলার আয়োজন করে পাড়ায় পাড়ায় পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। মুখ্যসচিব জানান, শিবিরে মানুষের অংশগ্রহণ বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। মানুষ নিজের এলাকার মানচিত্র তৈরি করে কী কী সমস্যা রয়েছে, তা শিবিরে উপস্থিত আধিকারিকদের সামনে তুলে ধরছেন। এই অংশগ্রহণমূলক প্রক্রিয়া থেকেই প্রকল্প সফলতার ইঙ্গিত মিলছে বলে মনে করছেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

Latest article