বাংলাদেশি সন্দেহে লালকেল্লার সামনে আটক পাঁচ

এবার দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে পাঁচ জনকে আটক করল। তাঁরা লালকেল্লায় (Red Fort)প্রবেশ করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ জানানো হয়েছে

Must read

এবার দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে পাঁচ জনকে আটক করল। তাঁরা লালকেল্লায় (Red Fort)প্রবেশ করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ জানানো হয়েছে। সেই সময়েই ওই পাঁচ জনকে আটক করা হয়। জানা গিয়েছে, ওই পাঁচ জনই বাংলাদেশি নাগরিক এবং তাঁরা অবৈধ ভাবে এখানে থাকছিলেন। দিল্লি পুলিশের তরফে দাবি করা হয়েছে ধৃতদের থেকে বাংলাদেশি নথিপত্রও পাওয়া গিয়েছে। লাল কেল্লায় ১৫ আগস্ট প্রধানমন্ত্রীর ভাষণের আয়োজন চলছে তাই প্রতি বছর এই দিন সর্বোচ্চ নিরাপত্তার দিকে নজর দেওয়া হয়।

আরও পড়ুন-আরামবাগ ও ঘাটালে আজ মুখ্যমন্ত্রী

সূত্রের খবর, ধৃতেরা দিল্লিতে শ্রমিকের কাজ করতেন তবে তাঁদের থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায় নি। তবে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্বাধীনতা দিবসের আগে লালকেল্লা চত্বরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এর জন্য গত ১৫ জুলাই থেকে লালকেল্লায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের দাবি, এরই মধ্যে সোমবার পাঁচ জন লাল কেল্লায় প্রবেশের চেষ্টা করেন। তাঁদের কাছে এন্ট্রি পাস দেখতে চাওয়া হলে ধৃতেরা কেউ-ই সেটা দেখাতে পারেননি। তাঁদের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে।

আরও পড়ুন-আমাদের পাড়া আমাদের সমাধান : রেকর্ড, দু’দিনে সাড়ে ৪ লক্ষ

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) রাজা বান্থিয়া এই ঘটনা প্রসঙ্গে জানান, জিজ্ঞাসাবাদের সময় জানা যায় ধৃতেরা প্রত্যেকেই তিন-চার মাস আগে অবৈধ ভাবে ভারতে আসেন। দিল্লিতে শ্রমিক হিসাবে কাজ শুরু করেন। নিরাপত্তা লঙ্ঘন করার কারণেই তাদের আটক করা হয়েছে। ধৃতদের দাবি লালকেল্লা যে ১৫ জুলাই থেকে সাধারণের জন্য বন্ধ রয়েছে, সেটা তাঁরা জানতেন না। তাঁদের থেকে বাংলাদেশি নথিপত্র পাওয়া গিয়েছে, তবে জিজ্ঞাসাবাদে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায় নি।

Latest article