সংবাদদাতা, বাঁকুড়া : ‘টেরাকোটার গ্রাম’ হিসেবে রাজ্যে ব্যাপক পরিচিত পাঁচমুড়া গ্রামের শিল্পীরা এখন চরম ব্যস্ততার মধ্যে রয়েছেন। সামনেই রাখিবন্ধন উৎসব। এই উপলক্ষে জয়পুরের গোকুলচাঁদ মন্দিরের ছবি ফুটে উঠছে পাঁচমুড়ার শিল্পীদের হাতে তৈরি অভিনব রাখির উপর। জয়পুর ব্লক প্রশাসনের তরফে প্রাচীন এই মন্দিরের ছবি রাখিতে ফুটিয়ে তোলার বরাত দেওয়া হয়েছে এই গ্রামের শিল্পীদের।
আরও পড়ুন-দলনেত্রীর নির্দেশ, কর্মসূচি স্মরণ করালেন সুব্রত বক্সি
ডিজাইনার বিকাশ কুম্ভকারের পরামর্শে এখন রাখি তৈরিতে হাত লাগিয়েছেন মূলত মহিলা শিল্পীরা। বিকাশ কুম্ভকার বলেন, বাঁকুড়া জেলার প্রাচীন ইতিহাসকে রাখির মাধ্যমে তুলে ধরার পাশাপাশি পর্যটক ও পর্যটনের মেলবন্ধন ঘটানোর লক্ষ্য নিয়েই এই কাজ হচ্ছে। এবারের রাখিতে জয়পুর ব্লকের গোকুলচাঁদ মন্দিরের ছবি থাকছে। পুরো কাজটি ব্লক প্রশাসনের অর্ডার অনুযায়ী তৈরি টেরাকোটার এই রাখি প্রত্যেকের মন কাড়বে বলে মনে করছেন ব্লক কর্তারা।