প্রতিবেদন : ফের ক্রিকেট প্রশাসনে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav ganguly)। আবারও সিএবি সভাপতি হওয়ার পথে প্রাক্তন বিসিসিআই প্রধান। ২০ সেপ্টেম্বর সিএবি-র বার্ষিক সাধারণ সভা। নির্বাচনী হাওয়ার মধ্যেই মঙ্গলবার সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সৌরভ বলেন, আমি এবার সিএবি সভাপতি পদে মনোনয়ন জমা দেব।
সৌরভের (Sourav ganguly) এবার সিএবি সভাপতি পদে লড়াটা আগেই কার্যত নিশ্চিত ছিল। তবে কিছুটা যদি-কিন্তু থাকছেই। কারণ, তিন বছর আগেও তিনি জানিয়েছিলেন, সভাপতি পদে লড়বেন। কিন্তু শেষ মুহূর্তে দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে জায়গা ছেড়ে দেন। এবার কী হয় সেটাই দেখার।
আরও পড়ুন-রং বদলে অত্যাচার বিজেপির, কেশপুর হবে ওদের শেষপুর
সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩০ অগাস্ট। আমন্ত্রণ জানানো হয়েছে যুবরাজ সিং ও হরভজন সিংকে। জীবনকৃতি পুরস্কার দেওয়া হবে প্রাক্তন ক্রিকেটার অরূপ ভট্টাচার্য ও শ্যামা সাউকে। বর্ষসেরা ক্রিকেটটারের সম্মান পাচ্ছেন সুদীপ ঘরামি। মেয়েদের বিভাগে এই পুরস্কার পাচ্ছেন তনুশ্রী সরকার। এদিন সিদ্ধান্ত হয়েছে, ইস্টবেঙ্গল ও ভবানীপুরের মধ্যে লিগ ম্যাচে বিতর্কের জেরে দু’দলের চারজন করে ক্রিকেটারকে নির্বাসিত করা হয়েছে। আসন্ন মরশুমে লিগে চারটি ম্যাচে তাঁরা খেলতে পারবেন না।