ফের তিন দিনের পুলিশি হেফাজত কসবাকাণ্ডের মূল অভিযুক্ত সহ-ধৃতদের

জেল হেফাজতের পরে ফের একবার তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ এল কসবাকাণ্ডের (Kasba) মূল অভিযুক্ত সহ-ধৃতদের জন্য।

Must read

জেল হেফাজতের পরে ফের একবার তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ এল কসবাকাণ্ডের (Kasba) মূল অভিযুক্ত সহ-ধৃতদের জন্য। আগামী ৮ আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন আলিপুর আদালতের বিচারক। পুলিশ সূত্রে খবর অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে এই সময়ের মধ্যেই। আদালতে অভিযুক্তদের নিজেদের হেফাজতে চাওয়ার আবেদন করার সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তদন্তে নেমে বেশ কিছু ফরেন্সিক নমুনা, ডিজিটাল প্রমাণ-সহ কয়েক জন সাক্ষীর নমুনা সংগ্রহ করা হয়েছে। সেসব খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যেতে ধৃতকে জেরা করা প্রয়োজন। আগেও পুলিশের পক্ষ থেকে একই আবেদন জানানো হয়েছিল যদিও। এবারে পুলিশের সেই আবেদন মঞ্জুর করেন বিচারক।

আরও পড়ুন-মোহালির অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ২, জখম বহু

তদন্তকারীদের পক্ষ থেকে এই ঘটনা প্রসঙ্গে জানানো হয়েছে, ল’ কলেজের তরুণীকে নির্যাতনের ঘটনায় আরও কেউ যুক্ত কি না, গোটা অপরাধে কার কতটা ভূমিকা ও সংগৃহীত প্রমাণ খতিয়ে দেখা হবে। অভিযুক্তের ‘মোটিভ’ সম্পর্কেও তদন্ত করতে, সাক্ষী ও অভিযুক্তদের বয়ান মিলিয়ে দেখতে কিছুটা সময় চেয়ে নিয়েছে কলকাতা পুলিশ। অপরাধ সম্পর্কে বিস্তারিত জানতে অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে।

আরও পড়ুন-হিমাচল প্রদেশেও হড়পা বান, জিপলাইনের মাধ্যমে ৪১৩ জন তীর্থযাত্রীকে উদ্ধার

প্রসঙ্গত, মূল অভিযুক্তের আইনজীবী জামিনের আবেদন করে জানিয়েছিলেন অভিযুক্ত কোনভাবেই সামাজিকভাবে প্রভাবশালী নন। তবে সেই আবেদন খারিজ হয়ে যায়। পরবর্তী শুনানি হবে আগামী শুক্রবার। প্রসঙ্গত, গত ২৫ জুন সাউথ ক্যালকাটা ল কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে ওই কলেজের প্রাক্তনী মনোজিৎ মিশ্র এবং দুই বর্তমান পড়ুয়া জইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তিনজনকেই গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার করা হয়েছিল কলেজের নিরাপত্তারক্ষীকেও।

Latest article