প্রতিবেদন : আরজি করে মৃত পড়ুয়ার বাবা-মা ফের দিল্লি (Delhi) যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গে দেখা করতে। তবে এটা নতুন কিছু নয়, এর আগেও তাঁরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য সময় চেয়েছিলেন।
আরও পড়ুন-সমাজমাধ্যমে মালব্যকে মালপোয়া-খোঁচা ঋত্বিকের
সেই প্রসঙ্গ টেনে বুধবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিকদের বলেন, তাঁরা আগেও একই আবেদন করেছিলেন। কিন্তু যতদূর শুনেছি, তাঁদের কোনও সময় দেওয়া হয়নি। তার পরও তাঁরা ফের যাচ্ছেন। এখন ভোট আসছে, এবার হয়তো তাঁদের সময় দেওয়া হবে। কিন্তু কোন মুখে তাঁরা সময় দেবেন? বিজেপি রাজ্যগুলিতেই তো একের পর এক মহিলাকে ধর্ষণ ও খুন করা হচ্ছে! বিজেপি-শাসিত মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালের মধ্যে একজন নার্সকে গলা কেটে খুন করা হল। উত্তরপ্রদেশের এক ছাত্রীকে ধর্ষণ করল পুলিশ কনস্টেবল, এখন যদি অমিত শাহরা আরজি করে মৃতার বাবা-মায়ের সঙ্গে দেখা করেন তাহলে আমাদের প্রশ্ন উন্নাও, হাথরস, প্রয়াগরাজ থেকে শুরু করে বিলকিসের সঙ্গে কেন দেখা করবেন না?