নথি দেখাব না স্পষ্ট জানালেন বিনমা

কী করে একজন জনপ্রতিনিধিকে নোটিশ পাঠায় অসম? অসমে কোনও নথি দেখাব না। নির্বাচিত জনপ্রতিনিধিকে এইভাবে হেনস্থা করা হচ্ছে কেন

Must read

সংবাদদাতা, কোচবিহার : কী করে একজন জনপ্রতিনিধিকে নোটিশ পাঠায় অসম? অসমে কোনও নথি দেখাব না। নির্বাচিত জনপ্রতিনিধিকে এইভাবে হেনস্থা করা হচ্ছে কেন? অসমকে কোনও রকম প্রমাণ দেব না। শেষ দেখে ছাড়ব। এবার পরিষ্কার জানিয়ে দিলেন মাথাভাঙা এলাকার হাজরাহাট-২ গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রধান বিনমা রায়।

আরও পড়ুন-আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্পে মুখ্যমন্ত্রী

অন্যদিকে, বিবাহসূত্রে অসমের বাসিন্দা মিনতি রায় গত ৪৫ বছর থেকে ওই রাজ্যে থাকেন। কোচবিহার জেলার মাথাভাঙার হাজরার হাট ২ অঞ্চলে তাঁর জন্ম। যেহেতু অসম সরকার তাঁর এনআরসির আবেদন খারিজ করেছে সমস্যায় পড়েছেন তিনি। বুধবার পঞ্চায়েত প্রধান বিনমা এবং সমস্যায়-পড়া মিনতি রায়ের সঙ্গে দেখা করলেন জেলাসভাপতি অভিজিৎ দে ভৌমিক। দুটি ঘটনাতেই ক্ষোভ প্রকাশ করে জেলাসভাপতি বলেন, বাংলার গ্রাম পঞ্চায়েত প্রধান অসম সরকারের কাছে কোনও অফিসিয়াল রেকর্ড নিয়ে হাজির হবেন না, এটাই দলের সিদ্ধান্ত। এদিন মিনতি রায়ের বাড়িতে তাঁর ছেলের সঙ্গেও দেখা করেন প্রতিনিধিরা।

Latest article