প্রতিবেদন : প্রায় ৭৫ লক্ষ বাংলার বাড়ির (banglar bari) ব্যবস্থা করা হয়েছে। বাকি যেটুকু আছে সেটুকু ছমাস পরপর করে দেবো। বৃহস্পতিবার ঝাড়গ্রামে আদিবাসীদের সভা থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমাদের সরকারের সময় আমরা ৪৭ লক্ষ বাড়ি দিয়েছি। তারপরে গত বছর ১২ লক্ষ নতুন বাড়ি (banglar bari) আবার দিয়েছি। আগামী ডিসেম্বর মাসে আরও ১৬ লক্ষ বাংলার বাড়ির লিস্ট রয়েছে। যারা লিস্টে রয়েছেন, তাঁরা ডিসেম্বর মাসে বাড়ির অর্ধেক টাকা পাবেন। বাকি অর্ধেক টাকা আবার মে মাসে পাবেন। তারপর যাঁরা পড়ে থাকবেন, লিস্ট দেখে দেখে ৬ মাস পরপর তাঁদেরটা করে দেব। কেউ চিন্তা করবেন না। কেউ বাকি থাকবেন না বাংলায়। অন্তত ২ কোটি মানুষের এইরকম অবস্থা আছে। সবাই পাবেন বাংলার বাড়ি।
আরও পড়ুন- নাবালিকার অনুরোধ: বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের মঞ্চ থেকেই বাল্যবিবাহ বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রীর