অত্যাচারে হরিয়ানা ত্যাগ পরিযায়ীদের, পাশে তৃণমূল

কোচবিহারে ফিরলেন ১৫০

Must read

সংবাদদাতা, কোচবিহার : অত্যাচার, হুমকি! ৭ অগাস্টের পর কোনও বাঙালি হরিয়ানার ধানকোটে থাকতে পারবে না, এই নির্দেশের পর তড়িঘড়ি যা হাতের কাছে পাওয়া যায় সেটুকু নিয়েই হরিয়ানা ছেড়ে তুফানগঞ্জ পৌঁছল বাংলাভাষী শ্রমিকের দল। মোট ১৫০ জন বাংলাভাষী শ্রমিক হরিয়ানার ধানকোট ১০২ নম্বর সেক্টর থেকে ঘরে ফিরেছেন। আড়াই লক্ষ টাকা বাস ভাড়া দিয়ে ঘরে ফিরেও শ্রমিকদের চোখে-মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। বুধবার সকালে তুফানগঞ্জে ফেরেন পরিযায়ী শ্রমিকেরা। অধিকাংশ শ্রমিক সপরিবার বছর দশেক ধরে কাজ করতেন হরিয়ানায়। তাঁদের অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে ধরে নিয়ে যেত পুলিশ। থানা থেকে ছাড়া পেতেও মোটা টাকা দিতে হত পুলিশকে। প্রাণ বাঁচাতে কাজ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তাঁরা। তাঁদের কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরছেন অনেকে৷ তুফানগঞ্জ থানার অন্তর্গত নাককাটিগছ, বালাভূত, দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের অন্তত দুশো পরিবার এক দশকেরও বেশি সময় ধরে হরিয়ানার গুরুগ্রামে থাকছেন। সেখানে টিনের ঝুপড়ি বানিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন পরিবারের সদস্যরা। মহিলারা কেউ গৃহপরিচারিকা, কেউ রান্নার কাজ করেন। পুরুষরা কেউ নির্মাণশ্রমিক, কেউ অন্য কাজে বা অন্য পেশায়। বাংলা ও বাঙালি নিয়ে সরগরম রাজ্য।

আরও পড়ুন- আমাদের পাড়া : তিন মাসেই সমাধান

Latest article