উন্নয়নে একাল-সেকাল

Must read

প্রতিবেদন : জঙ্গলমহলের একাধিক রাস্তায় উন্নয়নের জোয়ার এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) হাত ধরে। এদিন তাই ঝাড়গ্রামে এসে ফের একবার নস্টালজিক হলেন তিনি। বললেন, আগে ঝাড়গ্রামের কী অবস্থা ছিল? মানুষ রাস্তায় বেরোতে পারত না। আমরা ক্ষমতায় আসার আগে গন্ডগোল চলছিল, লালগড়ে যাওয়ার আগে আমার গাড়ি আটকে দিয়েছে। আমি যখন নেতাই গেছি তখন সাতজন খুন হয়েছিল, ঢুকতে পারছিলাম না। এই লালগড়েই আজ কলেজ হয়েছে, হস্টেল হয়েছে, নার্সিং সেন্টার হয়েছে। মুখ্যমন্ত্রী স্মৃতিরোমন্থন করে বলেন, এই ঝাড়গ্রাম দিয়ে আগে যখন আসতাম একটা সরু রাস্তা ছিল। একবার এক ট্রাক ড্রাইভার তাঁকে বলেছিলেন হাত দেখিয়ে, যান খারাপ রাস্তা কতটা আছে সেটা বুঝতে পারবেন! কিন্তু আজ পরিস্থিতি বদলেছে। কত তাড়াতাড়ি আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারি! আমি নিজে গাড়িতে করে ঝাড়গ্রাম থেকে ঝিলিমিলি হয়ে গিয়ে দেখেছি। এত সুন্দর রাস্তা অযোধ্যা পাহাড়েও দেখেছি একেবারে ঢেউ খেলানো । কনকদুর্গা মন্দির থেকে রাজবাড়ি সংস্কার এবং কটেজ তৈরি— সবকিছুই ঢেলে সাজানো হয়েছে। আগে মানুষের থাকার জায়গা ছিল না কিন্তু এখন মানুষ অনেক খুশি, সেখানে অনেক দোকান হয়েছে।

আরও পড়ুন- অত্যাচারে হরিয়ানা ত্যাগ পরিযায়ীদের, পাশে তৃণমূল

Latest article