এশিয়া কাপ হকি: নাম প্রত্যাহার করল পাকিস্তান

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা পরবর্তী পরিস্থিতির মাথায় রেখে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে হতে চলা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিল পাকিস্তান।

Must read

নয়াদিল্লি, ৭ অগাস্ট : এশিয়া কাপ হকিতে ভারত-পাকিস্তান দ্বৈরথ হচ্ছে না। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা পরবর্তী পরিস্থিতির মাথায় রেখে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে হতে চলা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিল পাকিস্তান। ভিসার জন্য আবেদন করেও সিদ্ধান্ত বদল পাক টিমের। পরিবর্তে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে হকি ইন্ডিয়া।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে হকি ইন্ডিয়ার এক কর্তা জানিয়েছেন, ভারতে এশিয়া কাপের জন্য দল পাঠাতে নারাজ পাকিস্তান। ভারত সরকার পাক হকি খেলোয়াড়দের ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। কিন্তু প্রতিবেশী দেশের হকি ফেডারেশন নিরাপত্তার কারণ দেখিয়ে এশিয়া কাপ খেলতে ভারতে না আসার সিদ্ধান্ত নিয়েছে। পিএইচএফ এশিয়ান হকি ফেডারেশনকে লেখা চিঠিতে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আমরা টুর্নামেন্টে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছি।

আরও পড়ুন-মেসিহীন মায়ামিকে জেতালেন সুয়ারেজ

চলতি মাসের ২৯ তারিখ থেকে ৭ সেপ্টেম্বর এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বিহারের রাজগিরে। টুর্নামেন্টের বিজয়ী দল সরাসরি আগামী বছরের বিশ্বকাপ হকিতে খেলার যোগ্যতা অর্জন করবে। ২০২৬ বিশ্বকাপ হবে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে। পাকিস্তানের এই সিদ্ধান্তের ফলে জুনিয়র হকি বিশ্বকাপেও তাদের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হল। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ হওয়ার কথা চেন্নাই ও মাদুরাইয়ে।

Latest article