প্রতিবেদন : ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে শনিবার ডুরান্ড কাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামার আগে সমস্যায় মোহনবাগান সুপার জায়ান্ট। চোট ও কার্ড সমস্যার থাবা সবুজ-মেরুন শিবিরে। চোট সারিয়ে বৃহস্পতিবার বল পায়ে পুরোদমে অনুশীলন শুরু করলেও আপুইয়াকে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে পাবেন না কোচ জোসে মোলিনা। ডুরান্ডের প্রথম ম্যাচে মহামেডানের বিরুদ্ধে সরাসরি লাল কার্ড দেখায় আপুইয়াকে দুই ম্যাচ নির্বাসনের শাস্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালেই রেফারির রিপোর্ট হাতে পেয়েছে ক্লাব ম্যানেজমেন্ট। ফলে মিজো তারকাকে ছাড়াই লুকা মাজসেনদের বিরুদ্ধে রণকৌশল সাজাতে হবে মোলিনাকে।
আরও পড়ুন-এশিয়া কাপ হকি: নাম প্রত্যাহার করল পাকিস্তান
বাগানে অস্বস্তি বাড়িয়েছে মনবীর সিং ও কিয়ান নাসিরির চোট। তবে দু’জনের চোট গুরুতর নয় বলেই টিম সূত্রে খবর। বিএসএফ ম্যাচে চোট পেয়েছিলেন মনবীর। আর এদিন ক্লাব মাঠে অনুশীলনের শেষ দিকে চোট পান কিয়ান। শুক্রবার দু’জনকে অনুশীলনে দেখে কোচ বুঝতে পারবেন তাঁদের ডায়মন্ড হারবারের বিরুদ্ধে পাওয়া যাবে কি না! তবে মোলিনাকে স্বস্তি দিতে পারেন দুই অস্ট্রেলীয় বিশ্বকাপার জেমি ম্যাকলারেন ও জেসন কামিন্স। দু’জনেই তৈরি ম্যাচের জন্য। ডিফেন্সে দীপেন্দু বিশ্বাসকেও পাওয়া যাবে কার্ড সমস্যায়। তাই ডায়মন্ড হারবারের আক্রমণ রুখতে ডিফেন্সে দুই জোড়া ফলা টম অলড্রেড ও আলবার্তো রডরিগেজকে শুরু থেকে খেলাতে পারেন মোহনবাগান কোচ।