মুখ পুড়ল বিজেপির, দিঘার জগন্নাথধাম মামলা খারিজ

কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল বিজেপির। উপযুক্ত নথি ছাড়াই আদালতে দিঘার জগন্নাথ মন্দির নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিল বিজেপি।

Must read

প্রতিবেদন : কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল বিজেপির। উপযুক্ত নথি ছাড়াই আদালতে দিঘার জগন্নাথ মন্দির নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিল বিজেপি। সেখানেই এই মামলা খারিজ হয়ে দিয়েছে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তুভ বাগচীর।

আরও পড়ুন-লুকাদের বিরুদ্ধে সমস্যায় বাগান

মামলা খারিজ করে দিয়ে আদালত জানিয়েছে, মামলার বর্তমান অবস্থা নিয়ে তারা কোনও মন্তব্য করবে না। তবে মামলায় উপযুক্ত তথ্য ও নথি নেই। কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, হাইকোর্ট তো সঠিক কাজই করেছে। আজে-বাজে জনস্বার্থ বিরোধী তথা মানুষের আবেগ-বিরোধী মামলা নেয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক ভাবেই দিঘায় জগন্নাথধাম তৈরি করেছেন। কিন্তু যারা তৎকাল বিজেপি, তারাই গেছে মন্দিরের বিরোধিতা করে। আদালত সঠিক ভাবেই তা খারিজ করে দিয়েছে।

Latest article