বিজেপি-কমিশনের কারচুপি ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক

লোকসভায় বিরোধীদলনেতা রাহুল গান্ধীর বাসভবনে এই জরুরি বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল ১১ অগাস্ট মুখ্যনির্বাচন কমিশনারের দফতর ঘেরাওয়ের কর্মসূচি

Must read

প্রতিবেদন: নিবিড় সংশোধনীর নামে ভোটার তালিকা থেকে প্রকৃত নাগরিকদের নাম বাদ দেওয়ার যে চক্রান্ত নির্বাচন কমিশনকে সামনে রেখে চালাচ্ছে বিজেপি, সেই চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের রণকৌশল স্থির করতে বৃহস্পতিবার দিল্লিতে এক জরুরি বৈঠকে মিলিত হলেন তৃণমূল-সহ বিভিন্ন বিরোধীদলের শীর্ষ নেতৃত্ব। লোকসভায় বিরোধীদলনেতা রাহুল গান্ধীর বাসভবনে এই জরুরি বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল ১১ অগাস্ট মুখ্যনির্বাচন কমিশনারের দফতর ঘেরাওয়ের কর্মসূচি।

আরও পড়ুন-দেশে এমবিবিএসে আসন বাড়লেও ভর্তি হচ্ছেন না পড়ুয়ারা!

বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দু’দফায় এই বৈঠক চলে। শুরুতে রাহুল গান্ধীর বাসভবনের লনে এক নৈশভোজে অংশ নেন বিরোধী জোটের নেতারা। খুবই সৌহ্যর্দ্যপূর্ণ পরিবেশে বেশ কিছুক্ষণ ধরে চলে প্রথম পর্বের আলোচনা। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে, ডিএমকের কানি মোজি, এনসিপির সুপ্রিয়া সুলে, আরজেডির তেজস্বী যাদব, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, সিপিএমের এমএ বেবি। বাড়ির প্রাঙ্গনে নৈশভোজে প্রথম দফার আলোচনার পর বাড়ির ভেতরে শুরু হয় দ্বিতীয় পর্বের জরুরি বৈঠক। উপস্থিত ছিলেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন-সহ ১৫ জন বিরোধী জোটের নেতা-নেত্রী। পৌনে ৯টা থেকে সাড়ে ৯টা অবধি বৈঠক চলে। বিজেপির কথায় যে ভাবে নির্বাচন কমিশন উঠছে এবং বসছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের কৌশল নিয়ে আলোচনা হয়। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে বৈঠকে কী আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে তা জানান হবে শুক্রবার।

Latest article