প্রতিবেদন: বিচারপতি যশবন্ত ভার্মার আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত শীর্ষ আদালত (Supreme court) গঠিত অভ্যন্তরীণ কমিটির রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতি ভার্মা।
আরও পড়ুন-‘বাংলার মাটি বাংলার জল’ গানে মুখরিত সংসদ চত্বর
কিন্তু বৃহস্পতিবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, নিয়ম মেনেই সবকিছু হয়েছে। তদন্ত কমিটি গঠন থেকে শুরু করে তদন্ত প্রক্রিয়া কিছুতেই কোনও অনিয়ম হয়নি। বৃহস্পতিবার মামলাটি উঠেছিল সুপ্রিম কোর্টের বিচারপতি দিপঙ্কর দত্ত এবং বিচারপতি এজি মসীহর বেঞ্চে। সুপ্রিম কোর্টের এই মনভাবের পর স্পষ্ট হয়ে গেল নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতি ভার্মার ইমপিচমেন্টে আর কোনও বাধাই রইল না।