ওবিসি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানান, সুপ্রিম কোর্টের নির্দেশের পর হাই কোর্টের যে অন্যরকম বিবেচনা হতে পারে, তা ধারণা ছিল না রাজ্যের। রাজ্য এ ব্যাপারে আইনি পথেই ব্যবস্থা নেবে। সর্বোচ্চ ন্যায়ালয়ে যাব। সম্ভবত আজ, শুক্রবারই মামলাটির ‘মেনশন’ হবে।
আরও পড়ুন- ফের ভাষা সন্ত্রাস নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কবিগুরু চরণে জানালেন প্রণতি
বৃহস্পতিবার ওবিসি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দর নির্দেশ দেন, গত ২২ মে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে, অর্থাৎ ২০১০-এর আগে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র পড়ুয়াদের ৭ শতাংশ সংরক্ষণ নীতি মেনেই মেধা তালিকা প্রকাশ করতে হবে। আর এর জন্য ১৫ দিন সময়ও বেঁধে দিয়েছে আদালত।