সংসদে আয়কর বিল প্রত্যাহার অর্থমন্ত্রকের

তৃতীয়বার ক্ষমতায় এসে কতটা বিভ্রান্ত ও দিকভ্রান্ত বিজেপি তা একাধিক আইন প্রণয়নের সময়েই প্রমাণিত হয়েছে।

Must read

প্রতিবেদন: তৃতীয়বার ক্ষমতায় এসে কতটা বিভ্রান্ত ও দিকভ্রান্ত বিজেপি তা একাধিক আইন প্রণয়নের সময়েই প্রমাণিত হয়েছে। এবার দেশের প্রধান চালিকাশক্তি, অর্থনীতিতেই মুখ থুবড়ে পড়ার প্রমাণ মিলল আয়কর বিল বাতিল করার ঘোষণায়। ২০২৫ কেন্দ্রীয় বাজেটে যে আয়কর বিল পেশ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, সেই বিলকে বহু যুগের পরে বিরাট পরিবর্তনের প্রতীক হিসাবে তুলে ধরার চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন-ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প 

কিন্তু তাতে এত সংশোধন প্রয়োজন হল যে শেষমেশ সেই বিল বাতিল করল কেন্দ্রের বিজেপি সরকার। ১১ অগাস্ট নতুন আয়কর বিল সংসদে পেশ করার কথা জানায় অর্থমন্ত্রক।
আয়কর সংশোধনীর মাধ্যমে ১৯৬১ সালের আয়কর ব্যবস্থাকে বদলানোর চেষ্টা করেছিল বিজেপির সরকার। তবে সব ক্ষেত্রেই সংশোধন আনার ঘোষণা করে যেভাবে ব্যর্থ হয়েছে মোদি সরকার, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ১৩ ফেব্রুয়ারি লোকসভায় আয়কর বিল পেশ হওয়ার পরই বিপুল প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রের অর্থমন্ত্রক। এরপরই ৩১ সদস্যের সিলেক্ট কমিটি গঠন করে বিল সংশোধনীর জন্য পাঠানো হয়। অর্থমন্ত্রকের সিলেক্ট কমিটির ৩১ সদস্যের মধ্যে এনডিএ জোটের ১৭ সদস্য ও বিরোধীদের ১৩ সদস্য ছিলেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা আয়কর বিলের উপর ২৮৫টি সংশোধনের সুপারিশ করে সিলেক্ট কমিটি। সেই প্রস্তাবের ভিত্তিতেই নতুন আয়কর বিল সংসদে পেশ হবে ১১ অগাস্ট।

Latest article