শুল্ক-হুমকির মুখে মোদি-পুতিন কথা, বাণিজ্যসম্পর্ক বহাল থাকবে

রাশিয়ার থেকে তেল কেনার অপরাধে ভারতীয় পণ্যের উপর জরিমানা-সহ ৫০% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Must read

প্রতিবেদন: রাশিয়ার থেকে তেল কেনার অপরাধে ভারতীয় পণ্যের উপর জরিমানা-সহ ৫০% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতি শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

আরও পড়ুন-বাংলার মনীষীদের ছবি আঁকা ব্যাজ নিয়ে প্রবেশে বাধা কেন? ঋতব্রত

পুতিনকে ‘বন্ধু’ উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, ভারত-রাশিয়ার সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে জোর দিয়েছেন তাঁরা। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত থাকছে বলে মস্কোকে জানিয়েছে নয়াদিল্লি। পুতিন-মোদির আলোচনায় দু’দেশের কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির বিষয় উঠেছে। ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও দু’জনের কথা হয়েছে। বৃৃহস্পতিবারই রাশিয়া সফরে মস্কোয় গিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সাক্ষাৎ করেন পুতিনের সঙ্গে। তারপরেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয় রুশ প্রেসিডেন্টের। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সার্বভৌম দেশগুলির অবশ্যই বাণিজ্য ও আর্থিক সহযোগী নির্বাচনের অধিকার রয়েছে।

Latest article