ঝাড়খণ্ডের (Jharkhand) দেওঘরের বাবা বৈদ্যনাথ মন্দিরের গর্ভগৃহে রীতিমত জোর করে ঢুকতে গিয়ে বিপাকে পড়লেন দুই বিজেপি সাংসদ। তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল ঝাড়খণ্ড পুলিশ। অভিযুক্তরা হলেন গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে ও উত্তর-পূর্ব দিল্লির সাংসদ মনোজ তিওয়ারি। ২০২২ সালের সেপ্টেম্বরে নিশিকান্তের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি ন’জন বিজেপি সাংসদকে নিয়ে জোর করে দেওঘর বিমানবন্দরের ‘এয়ার ট্রাফিক কন্ট্রোল’-এ ঢুকে আধিকারিকদের হুমকি দিয়েছিলেন এবং চার্টার্ড বিমানের রাতে উড়ানের অনুমতি নিতে একপ্রকার বাধ্য করেন।
আরও পড়ুন-দেশের মাঠে হ্যাটট্রিক করে বার্তা রোনাল্ডোর
এবার এই নতুন অভিযোগে বেশ চাপে পড়লেন বিজেপির দুই সাংসদ। জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রমাণের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যদিও ঘটনার পর থেকে দুই সাংসদের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, মন্দিরের পুরোহিত কার্তিকনাথ ঠাকুর এদিন ঘটনার পর অভিযোগ করেছেন, দুই সাংসদ জোর করে গর্ভগৃহে ঢুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। পবিত্র শ্রাবণ মাসে বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতির কারণে ভিআইপি বা ভিভিআইপি প্রবেশের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, ২ আগস্ট রাত ৮.৪৫ থেকে ৯ টার মধ্যে জোর করে মন্দিরে প্রবেশের চেষ্টা করেন দুজন। বাবা বৈদ্যনাথ মন্দির থানায় নিশিকান্ত দুবে, মনোজ তিওয়ারি, কংসীকানত দুবে, শেষাদ্রি দুবে এবং আরও কয়েকজনের বিরুদ্ধে মন্দিরে প্রবেশ, ধর্মীয় ঐতিহ্য ও অনুভূতিতে আঘাত করা এবং নিরাপত্তার কারণে মোতায়েন করা পুলিশের সাথে ধস্তাধস্তি করে সরকারি কাজে বাধা সৃষ্টি করার অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুরোহিতের লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায়সংহিতার (BNS) একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।