জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত, ২ সেনা নিহত

প্রায় এক সপ্তাহ আগে, দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার আখাল এলাকায় রাতভর চলা যুদ্ধে নিরাপত্তা বাহিনী একজন জঙ্গিকে মেরে ফেলেছে বলে খবর।

Must read

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) কুলগাম জেলায় সন্ত্রাসীদের সাথে রাতভর গুলির লড়াইয়ে দুই সেনা সদস্য নিহত এবং একই সাথে আরও অনেকে আহত হয়েছেন। সেনা সূত্রে খবর, উপত্যকার দীর্ঘতম সন্ত্রাসবিরোধী অভিযান চলছে এটি। শনিবার ৯ আগস্ট নবম দিন। সেনাবাহিনীর শ্রীনগর-ভিত্তিক চিনার কর্পস, X-এর একটি পোস্টে, সংঘর্ষে নিহত সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে এবং জানিয়েছেন যে অভিযান এখনও চলছে। নিহত দুই সেনা হলেন লেফটেন্যান্ট প্রিতপাল সিং এবং হরমিন্দর সিং। এই অভিযানে তাঁদের আত্মত্যাগকে সম্মান জানানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনী গভীর সমবেদনা এবং শোকসন্তপ্ত পরিবারের সাথে সংহতি প্রকাশ করে এদিন পোস্ট করেছে।

এখনও পর্যন্ত অভিযানে একজন জঙ্গি নিহত বলে জানা গিয়েছে। প্রায় এক সপ্তাহ আগে, দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার আখাল এলাকায় রাতভর চলা যুদ্ধে নিরাপত্তা বাহিনী একজন জঙ্গিকে মেরে ফেলেছে বলে খবর। ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এদিকে, বারামুল্লা পুলিশ গোগলদারা-দানওয়াস জঙ্গলে একটি সন্ত্রাসী আস্তানা ধ্বংস করেছে। বৃহস্পতিবার পুলিশ একটি গ্রেনেড, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি এবং বেশ কিছু চিকিৎসা সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে।

Latest article