ফের একবার প্রশ্নের মুখে রেল পরিষেবা! শনিবার ভোর ৪টে নাগাদ ঝাড়খণ্ডের (Jharkhand) সেরাইকেলা-খারসওয়ান জেলায় ঝাড়খণ্ডের চাণ্ডিল স্টেশনের কাছে দু’টি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, দু’টি মালগাড়ি মিলিয়ে প্রায় ২০টি কামরা লাইনচ্যুত হয়েছে। স্বাভাবিকভাবেই এর ফলে বাতিল হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের চাণ্ডিল-টাটানগর শাখার বহু ট্রেন। যদিও হতাহতের খবর এখনও পাওয়া যায় নি।
আরও পড়ুন-জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত, ২ সেনা নিহত
জানা গিয়েছে, লোহাবোঝাই একটি মালগাড়ি টাটানগর থেকে পুরুলিয়া যাওয়ার সময় আদ্রা ডিভিশনের চাণ্ডিল স্টেশন পার হতেই লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়ে যায়। সে সময় পাশের লাইনে উল্টো দিক থেকে আরও একটি মালগাড়ি আসছিল। পুরুলিয়াগামী মালগাড়ির সঙ্গে সেই মালগাড়ি মুখোমুখি ধাক্কা লাগে এবং দ্বিতীয় মালগাড়িরও কয়েকটি কামরা বেলাইন হয়ে যায়। দক্ষিণ-পূর্ব রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (আদ্রা ডিভিশন) এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, চাণ্ডিল থেকে আপ এবং ডাউন, দুই লাইনের ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। লাইন থেকে কামরা সরানোর কাজ শুরু করা হয়েছে। বেশ কয়েকটি ট্রেন অন্যপথে চলছে। তবে কিছু ট্রেন বাতিল করা হয়েছে যেমন পটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস, কাটিহার-টাটানগর এক্সপ্রেস, টাটানগর-কাটিহার এক্সপ্রেস। তবে ঠিক কীভাবে এই ঘটনা হল, সেটা খতিয়ে দেখছে রেল।