দিল্লিতে দেওয়াল ধসে মৃত ৮ প্রাণ হারাল দুই শিশুও

রাতভর বৃষ্টিতে বিপর্যয়। দক্ষিণপূর্ব দিল্লির জৈতপুর এলাকরা হরিনগরে দেওয়ালের একাংশ ভেঙে মৃত্যু হল ৮ জনের। এরমধ্যে দুই শিশুও রয়েছে।

Must read

প্রতিবেদন: রাতভর বৃষ্টিতে বিপর্যয়। দক্ষিণপূর্ব দিল্লির জৈতপুর এলাকরা হরিনগরে দেওয়ালের একাংশ ভেঙে মৃত্যু হল ৮ জনের। এরমধ্যে দুই শিশুও রয়েছে। জানা গিয়েছে, একটি পুরোনো মন্দিরের পাচিলের পাশে একটি ঝুপড়িতে থাকতেন দুই শিশু-সহ ওই ৮ জন। বৃষ্টিতে মাটি আলগা হয়ে পাঁচিল ভেঙে পড়ে ঝুপড়ির উপর। তাতেই মৃত্যু।

আরও পড়ুন-বিজেপির বিশৃঙ্খলার মধ্যেও সংসদীয় সক্রিয়তা তৃণমূলের, ৫ বছরে বিজ্ঞাপনে খরচ কত? প্রশ্ন ডেরেকের

পুলিশ সূত্রে জানানো হয়েছে, বর্ষার মরশুমে এই ধরনের ঘটনা ঘটতে পারে আগাম আশঙ্কা করে এলাকার ঝুপড়িগুলি খালি করে দেওয়া হয়েছিল। কিন্তু কোনওভাবে ওই পরিবারটি ঝুপড়িতে থেকে যায়। তার ফলে পাঁচিল ভেঙে বিপর্যয় হতেই বেঘোরে প্রাণ হারাতে হয় তাঁদের। শুক্রবার রাত থেকে দিল্লিতে শুরু হয়েছে অবিশ্রান্ত ভারী বৃষ্টিপাত। বহু জায়গাতেই বিচ্ছিন্নভাবে ধস নেমেছে। শনিবারও শহরে লাল সতর্কতা জারি করেছিল মৌসমভবন।

Latest article