সপ্তাহের প্রথম দিন মেট্রো (Kolkata Metro) বিভ্রাট যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে। সোমবার সকালেও সেই একই রকম ভোগান্তিতে মেট্রোর নিত্যযাত্রীরা। কোনওরকম পূর্ব ঘোষণা ছাড়াই একের পর এক মেট্রো বাতিল দুর্ভোগ ব্লু লাইনের যাত্রীদের।
সম্প্রতি দমদম-শহিদ ক্ষুদিরাম ব্লু লাইনে মেট্রোর সংখ্যা বাড়ানো ঘোষণা করেছে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। সকাল ৬.৩০টা থেকে মেট্রো চলার ঘোষণা করা হয়েছে। অথচ সোমবার সপ্তাহের প্রথম দিন নির্ধারিত ৭:৫৫ টার প্রথম মেট্রোই বাতিল। এর থেকেই প্রমাণিত, কলকাতা মেট্রোয় প্রতিশ্রুতিই সার। পরিষেবা দূর অস্ত।
আরও পড়ুন-আত্মবলিদান দিবসে ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর, হিন্দি ছবি নিয়েও ক্ষোভ প্রকাশ
তবে সোমবার শুধু প্রথম মেট্রো নয়, পরপর দুদিকে দুটি বা তিনটি করে মেট্রো বাতিল হওয়ায় ভোর থেকেই চূড়ান্ত দুর্ভোগ অফিস যাত্রী থেকে স্কুল, কলেজ পড়ুয়াদের। সেই সঙ্গে সকালের দিকে বাসের সংখ্যা কম থাকায় সমস্যায় নিত্যযাত্রীরা। বেলা বাড়লে মেট্রো চলাচল শুরু হলেও পরিষেবার সময় নিয়ে সমস্যায় যাত্রীরা। তাঁদের অভিযোগ, টিকিট কাটার সময়ে মেট্রো কর্তৃপক্ষ কোনও ঘোষণা না করায় সমস্যা বাড়ে যাত্রীদের।