নৃশংস! যোগীরাজ্যে ধারের টাকা ফেরত চাইতে গিয়ে খুন যুবক

আনিসের বাবা মুস্তাকিম অভিযোগ জানিয়েছেন তাঁর ছেলেকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। ওর হাত-পা ভেঙে কাপড় ছিঁড়ে দিয়েছে অভিযুক্তরা।

Must read

ঋণ দিয়েছিলেন ভাল মনেই কিন্তু সমস্যার সূত্রপাত হল সেই টাকা ফেরতের কথা বলতে গিয়ে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সম্ভলের এক যুবকের প্রাণ গেল দম্পতির হাতে। জানা গিয়েছে, প্রতিবেশী এক দম্পতি তাঁকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে স্ক্রু ড্রাইভার, প্লায়ার্সের মতো যন্ত্র দিয়ে নির্মমভাবে নির্যাতন চালিয়ে খুন করেছেন তাঁকে। মৃতের নাম আনিস, বয়স ৩৫। ঘটনায় অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন-নিন্দনীয়! কেরলে বাঙালি পরিযায়ী শ্রমিকের হাত-পা বাঁধা পচাগলা মৃতদেহ উদ্ধার

আনিসের পরিবারের তরফে জানানো হয়েছে বেশ কয়েক বছর আগে ভুরে নামে এক ব্যক্তিকে ৭ লক্ষ টাকা ধার দিয়েছিলেন আনিস। কিছুদিন আগেই বিয়ে ঠিক হয়েছে তাঁর। তাই টাকার প্রয়োজন ছিল এবং সেটা চাইতে ভুরের বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানেই প্রথমে তাঁকে বেধড়ক মারধর করা হয়, হাত-পা ভেঙে দেওয়া হয়, পোশাক ছিঁড়ে চলে অকথ্য নির্যাতন। আনিসের বাবা মুস্তাকিম অভিযোগ জানিয়েছেন তাঁর ছেলেকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। ওর হাত-পা ভেঙে কাপড় ছিঁড়ে দিয়েছে অভিযুক্তরা। পুলিশের তরফে জানানো হয়েছে গুরুতর আহত অবস্থায় আনিস নিজেকে বাঁচিয়ে ভুরের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলেও পৌঁছনোর আগেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন-ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে ৮ বছরের শিশুকে ধর্ষণ ও খুন! ফেলা হল নর্দমায়

সম্ভলের অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ কুমার শ্রীবাস্তব এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, এই খুনের পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ খুনের নেপথ্যে সবরকম সম্ভাব্য কারণ খতিয়ে দেখছে। এখানে বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়টিও এড়িয়ে যাওয়া হচ্ছে না। মনে করা হচ্ছে আনিস হয়তো রাতে ভুরের স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন, সেটা বুঝতে পেরেই ভুরে আক্রমণ চালান। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলেই মনে করছে স্থানীয়রা। ভুরে ও তাঁর স্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

Latest article