প্রতিবেদন : রাজ্য সরকার (State) ভোটার তালিকায় গরমিলের অভিযোগে চার আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। সেই তদন্তের ভিত্তিতেই নির্বাচনী সংক্রান্ত কাজ থেকে তাঁদের সরিয়ে নিল রাজ্য সরকার।
আরও পড়ুন-মিথ্যাচার আর নাটকের সীমা পার! ঠান্ডা মাথায় কুৎসা
৫ ও ৮ অগাস্ট নির্বাচন কমিশন যে চিঠি দিয়েছিল তার ভিত্তিতেই এই পদক্ষেপ। সোমবার মুখ্যসচিব মনোজ পন্থ নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে জানিয়েছেন, অভিযোগের পাশাপাশি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া, পদ্ধতি ও কার্যপ্রণালীরও বিস্তৃত পর্যালোচনা করা হবে। জেলা ও ক্ষেত্র পর্যায়ের আধিকারিকদের একাধিক দায়িত্ব থাকে। সময়-সীমাবদ্ধ কাজের জন্য অনেক সময় অধস্তন কর্মীদের উপর ন্যস্ত করা হয়।