প্রতিবেদন : উত্তরবঙ্গের জেলাগুলিতে সারা বছর সরবরাহ নিশ্চিত করতে পেঁয়াজ (Onion) চাষ শুরু করছে উদ্যানপালন দফতর। চলতি বর্ষার মরশুমেই পরীক্ষামূলকভাবে ‘অ্যাগ্রি ফাউন্ড ডার্ক রেড’ জাতের পেঁয়াজ চাষ হবে পাঁচ জেলায়। আগস্টের মাঝামাঝি থেকে বিনামূল্যে বীজ বিতরণ করা হবে। এই প্রথমবার এ ধরনের উদ্যোগ।
আরও পড়ুন-‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের হাজিরা বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী
বর্তমানে উত্তরবঙ্গ মূলত নাসিক-সহ অন্যান্য রাজ্যের পেঁয়াজের (Onion) ওপর নির্ভরশীল। যার ফলে প্রায়শই দামের ঊর্ধ্বগতি হয়। জলবায়ুর কারণে এতদিন বর্ষায় পেঁয়াজ চাষ হয়নি। তবে এবার বিশেষ পরিকল্পনার আওতায় উঁচু জমিতে পলিথিন শিট দিয়ে ঢেকে আগস্টে বীজ বপন করা হবে। সেপ্টেম্বরের মধ্যে চারা রোপণ সম্পূর্ণ হবে এবং রোপণের ৯০ দিনের মধ্যেই ফসল তোলা সম্ভব হবে। উদ্যান পালন দফতর সূত্রে খবর, এই পেঁয়াজের এক কেজি বীজ এক বিঘা জমিতে চাষ করা যায় এবং প্রায় ৪০ কুইন্টাল ফলন মেলে। মালদহে ৩০০ কেজি, জলপাইগুড়িতে ২০০ কেজি, আলিপুরদুয়ারে ১০০ কেজি, উত্তর দিনাজপুরে ১১০ কেজি এবং দক্ষিণ দিনাজপুরে ৫০ কেজি বীজ বিতরণ হবে। সমস্ত বীজ বিনামূল্যে কৃষকদের দেওয়া হবে। সফল হলে প্রকল্পটি বিস্তৃত করে উত্তরবঙ্গ জুড়ে মৌসুমি পেঁয়াজ চাষ চালু হবে। আমদানি নির্ভরতা কমিয়ে কৃষকদের জন্য লাভজনক বিকল্প এনে দেবে।