৫০০ বর্গফুট জমিতেও এবার নির্মাণের ছাড়পত্র

Must read

প্রতিবেদন : কলকাতা পুরসভা (KMC) এলাকায় আধকাঠা বা তারও কম জমিতে বাড়ি তৈরির অনুমতি দিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সংশোধিত হল বিল্ডিং রুলস। নতুন নিয়মে ৫০০ বর্গফুট জমিতেও মিলবে নির্মাণের ছাড়পত্র। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, এতদিন ছোট জমিতে বাড়ি করার পরিকল্পনা অনুমোদন দেওয়ার ক্ষমতা ছিল না পুরসভার, নিয়মে হাত বাঁধা ছিল। সেই বাধা কেটে গেল। এখন আধকাঠা বা তারও কম জমিতেও প্ল্যান স্যাংশন সম্ভব। তবে এক্ষেত্রে থাকছে শর্ত। বাড়ির একাংশ যাতে পাশের বাড়ির গায়ে না লাগে, সে দিকে নজর রাখা হবে। ছাড়ের পরিমাণও কিছুটা কমবে সাধারণ নিয়মের তুলনায়। পুরো প্রক্রিয়াই হবে অনলাইনে। মিউটেশন, কনভার্সন-সহ সব আইনি কাজ নিয়ম মেনে করতে হবে। কাগজপত্র ঠিকঠাক থাকলে ১৫ দিনের মধ্যেই মিলবে অনুমতি। বড় বাড়ির ক্ষেত্রে আগের নিয়মই বহাল। পুরসভা জানিয়েছে, এই সিদ্ধান্তে স্বস্তি মিলবে বহু ছোটো জমির মালিকের। দীর্ঘদিন ধরে যাঁরা অনুমতির অভাবে বাড়ি তৈরি শুরু করতে পারেননি, তাঁদের জন্য খুলে গেল নতুন সম্ভাবনার দরজা। ঘনবসতিপূর্ণ এলাকায় ছোট ছোট আবাসন তৈরির পথও প্রশস্ত হবে।

আরও পড়ুন-আধুনিক কন্ট্রোল কমান্ড পোস্ট তৈরি হবে ধর্মতলায়

Latest article