প্রতিবেদন: রাজধানী দিল্লির সমস্ত লোকালয়কে অবিলম্বে পথকুকুর মুক্ত করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের (Supreme Court) স্পষ্ট নির্দেশ, দিল্লি থেকে সমস্ত পথকুকুরদের সরিয়ে তাদের নিরাপদ আশ্রোকেন্দ্রে রাখার ব্যবস্থা করতে হবে। সোমবার দিল্লি সরকার এবং পুরসভাকে অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে বলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ। বিচারপতিরা সাফ জানিয়েছেন, কোনও সংগঠন এই কাজে বাধা দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে কোনও পশুপ্রেমী সংগঠনের সঙ্গে কথা নয়। আদালত (Supreme Court) কথা বলবে শুধুমাত্র সরকারের সঙ্গেই। বেঞ্চের স্পষ্ট নির্দেশ, সরকার, দিল্লি পুরসভা এবং নয়াদিল্লি পুরসভাকে জরুরিভিত্তিতে কাজ শুরু করতে হবে। প্রয়োজনে তৈরি করতে হবে বিশেষ দল। প্রশাসনের প্রথম এবং প্রধান লক্ষ্য হবে সমস্ত এলাকা থেকে পথকুকুর সরিয়ে ফেলা। এই পদক্ষেপের প্রশ্নে কোনও আপস নয়। সম্প্রতি দিল্লি এবং লাগোয়া এলাকায় পথকুকুরের কামড়ের ফলে জলাতঙ্কে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। এই নিয়ে গভীর উদ্বেগপ্রকাশ করে শীর্ষ আদালত। পদক্ষেপ করে স্বতঃস্ফূর্তভাবে। তথ্যের দাবি, গত ৬ মাসে দিল্লিতে ৪৯ জনের জলাতঙ্ক হয়েছে। পথকুকুর কামড়েছে ৩৫ হাজারেরও বেশি মানুষকে। পরিস্থিতি গুরুতর হওয়ায় সাধারণ মানুষের স্বার্থেই এই পদক্ষেপ বলে জানিয়েছে শীর্ষ আদালত। এদিকে পশু অধিকার রক্ষাকর্মী মানেকা গান্ধীর মন্তব্য, সংবাদপত্রের একটি অসত্য রিপোর্টের ভিত্তিতে এই নির্দেশ।
আরও পড়ুন-বাংলায় কথা বললেই পরিযায়ীদের হেনস্থা, ফের সরব অভিষেক