প্রতিবেদন: নির্বাচন কমিশন পরিচালিত অগণতান্ত্রিক পদক্ষেপ ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর-কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court-TMC) মামলা দায়ের করল তৃণমূল কংগ্রেস৷ দলের তরফে এই মামলা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান৷ সোমবার শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানি ছিল৷ শুনানির শুরুতেই তৃণমূল কংগ্রেসের (Supreme Court-TMC) তরফে সওয়াল করতে গিয়ে বর্ষীয়ান আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, এই মামলাটির সঙ্গে বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন বা ‘সার’-র কোনও যোগ নেই৷ এটা সম্পূর্ণ ভাবে পশ্চিমবঙ্গের বিষয় নিয়ে দায়ের করা একটি মামলা৷ তাঁর সওয়াল শোনার পরে বিচারপতি সূর্যকান্ত জানান, তাঁরা এসআইআর সংক্রান্ত মূল মামলার সঙ্গেই তৃণমূলের দায়ের করা মামলাটির শুনানি করবেন৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্তর বেঞ্চেই নির্ধারিত আছে এই মামলার শুনানি৷ এর পরে শীর্ষ আদালতের বাইরে এসে তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশন তাদের এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে৷ তারা বলতে পারে না কে স্বদেশি, কে বিদেশি৷ নির্বাচন কমিশন জন্মের সংশাপত্র চাইছে, এটা কোথায় পাবে সাধারণ মানুষ ? অনেক মানুষেরই তো জন্মের সংশাপত্র নেই৷ কমিশন ভোটার কার্ড বা আধার কার্ড গ্রহণ করছে না কেন ?
আরও পড়ুন-দিল্লিকে পথকুকুর মুক্ত করার নির্দেশ সুপ্রিম কোর্টের