প্রতিবেদন : বিজেপির বাংলা-বিদ্বেষ, ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে সংসদ-চত্বরে গর্জে উঠলেন তৃণমূল (TMC) সাংসদেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। সেই আন্দোলনের রেশ এবার আছড়ে পড়ল দিল্লির বুকে। সংসদের বাইরে রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি, বাংলার জল’ গেয়ে প্রতিবাদ-মুখর হলেন তৃণমূল কংগ্রেসের সংসদেরা। আওয়াজ তুললেন, মানব না বাংলা মায়ের অপমান, মানব না বাংলাভাষার অপমান। রবীন্দ্রনাথ-নজরুল-বঙ্কিমচন্দ্র-বিবেকানন্দের বাংলা ভাষাকে যারা অপমান করছে সেই বাংলা-বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ চলবে। স্লোগান ওঠে, বাংলা ভাষার উপর আক্রমণও মানব না, মানব না রাজ্যে রাজ্যে বাঙালি-হেনস্থা।
আরও পড়ুন- এক সপ্তাহের ব্যবধান, ১৮ অগাস্ট ফের মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
বাংলায় গোহারা হয়ে বিজেপি বাঙালিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের রাজনীতি করতে নেমেছে। নিজেদের রাজ্যে চরম হেনস্থা করা হচ্ছে বাঙালি শ্রমিকদের উপর। বাংলায় কথা বললেই নেমে আসছে নির্মম আক্রমণ। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অনেককে পুশব্যাক পর্যন্ত করা হয়েছে। ডবল ইঞ্জিন রাজ্যে সেইসব বাঙালি-হেনস্থা আর বাংলাভাষার অপমানের প্রতিবাদে সোচ্চার তৃণমূল কংগ্রেস। মঙ্গলবারও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ-বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদেরা। বাংলা ভাষার অপমান মানছি না-মানব না স্লোগান তোলেন। সমবেত কণ্ঠে বাংলার রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি বাংলার জল’ গেয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে শামিল হন। দিল্লির সংসদ-প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে বাংলার গানে। উপস্থিত ছিলেন মালা রায়, দোলা সেন, শতাব্দী রায়, জুন মালিয়া, মমতাবালা ঠাকুর, শর্মিলা সরকার, মৌসম বেনজির নুর। ছিলেন ডেরেক ও’ব্রায়েন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদ-সহ অন্য সাংসদেরাও।
বাংলা ও বাঙালির উপর অত্যাচার ও অপমান নিয়ে সংসদের বাদল অধিবেশনের শুরু থেকে তীব্র প্রতিবাদ করে আসছে তৃণমূল কংগ্রেস (TMC)। এদিনও তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান। জাতীয় সঙ্গীত-জাতীয় স্তোত্রের অপমান, বাংলা ও বাঙালির অপমান নিয়ে স্লোগান-মুখর হয়ে ওঠে সংসদ চত্বর।