রক্ষাকবচ নিয়ে পুলিশকে কুকথা, গদ্দারের বিরুদ্ধে স্ত্রীদের বিক্ষোভ

Must read

প্রতিবেদন : আইনি রক্ষাকবচ নিয়ে বারবার পুলিশকে (police) অশালীন মন্তব্য গদ্দারের। এই অপমানের প্রতিবাদে সরব হলেন আইনরক্ষকদের সহধর্মিণীরা। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে পুলিশ এবং পুলিশ পরিবারের সদস্যদের অপমানের প্রসঙ্গ তুলে একগুচ্ছ প্রশ্ন ছুঁড়ে দিলেন তাঁরা। পাশাপাশি মৃত পড়ুয়ার মা-কে আঘাত প্রসঙ্গে তাঁরা বলেন, গত ৯ অগাস্ট কোথাও দেখা যায়নি পুলিশ (police) আঘাত করেছে, বরং প্রত্যেকটিতে দেখা গিয়েছে পুলিশ আক্রান্ত। বরং বারেবারেই শোনা গিয়েছে কলকাতার নগরপাল এবং পুলিশকর্মীদের প্রতি গদ্দারের কুকথা। শুধু কর্তব্যরত পুলিশকেই নয়, পরিবার সম্পর্কেও খারাপ মন্তব্য করা হচ্ছে বলে ক্ষোভ উগরে দেন পুলিশকর্মীদের স্ত্রীয়েরা। পশ্চিমবঙ্গ পুলিশ-কলকাতা পুলিশ আবাসিক সমিতির পক্ষ থেকে এক পুলিশকর্মীর স্ত্রী সালমা সুলতানা উষ্মা প্রকাশ করে বলেন, আমাদের সন্তানরা স্কুলে যায়, কলেজে যায় তাদের হেনস্থা হতে হচ্ছে। গদ্দারের কাছে প্রশ্ন কেন টার্গেট পুলিশ?

আরও পড়ুন- দিল্লি মুখরিত ‘বাংলার মাটি, বাংলার জল’-এ, ভাষা-সন্ত্রাসের প্রতিবাদে তৃণমূল

Latest article