প্রতিবেদন : নির্দয়, নির্মম, নির্লজ্জ বিজেপি! আদালতের রক্তচক্ষু দেখেই এখন মুখ লুকানোর জায়গা খুঁজছে! প্রশাসনিক চাপে পড়ে ও আইনি বকুনি খেয়েই বাংলাদেশে পুশব্যাক করা বাংলার শ্রমিককে এখন গোপনে বাড়ি ফেরানোর তাল করছে কেন্দ্র। কিছুদিন আগেই বিএসএফের সাহায্যে মালদহের পরিযায়ী শ্রমিক (Migrant Worker) আমির শেখকে রাতের অন্ধকারে অবৈধভাবে বাংলাদেশে পুশব্যাক করে ডবল ইঞ্জিন রাজস্থানের পুলিশ। বিজেপি রাজ্যের এই নির্মমতার পর থেকেই কালিয়াচকের ওই পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে রাজ্যসভার সাংসদ তথা রাজ্য পরিযায়ী শ্রমিক (Migrant Worker) কল্যাণ কমিটির চেয়ারম্যান সামিরুল ইসলাম এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমির শেখের বাবাকে আমরা কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস পিটিশন দায়ের করায় সাহায্য করেছি। সেই পিটিশনের ভিত্তিতে রাজস্থান পুলিশের শীর্ষ পদাধিকারী ও এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের যুক্ত প্রতিনিধিদের তলব করেছিল হাইকোর্ট। আগামিকাল এই মামলার শুনানি রয়েছে।
আরও পড়ুন- শীতকালীন অধিবেশনেও জারি থাকবে এসআইআর প্রতিবাদ, বার্তা দলনেত্রীর
সামিরুলের আরও বক্তব্য, আশ্চর্যজনকভাবে আমির শেখকে এখন আইনি হস্তক্ষেপ ছাড়া দেশে ফেরানো সম্ভব নয়। কারণ, বিজেপির পুলিশ ও অপদার্থ বিএসএফের জন্য বাংলাদেশে তার নামে অবৈধ অনুপ্রবেশের মামলা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বেআইনি পুশব্যাকের জন্য আইনি ধাক্কা খেয়ে কেন্দ্র এখন পিঠ বাঁচাতে পিছনের দরজা দিয়ে ওই শ্রমিককে দেশে ফেরাতে চাইছে! আমাদের তরফে প্রবল আইনি ও প্রশাসনিক চাপে এখন ব্যাকফুটে বিজেপি সরকার। বাংলার শ্রমিক ও বাংলা সংস্কৃতির বিরুদ্ধে বিজেপির এই বিদ্বেষের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলার লড়াই জারি থাকবে।