সংবাদদাতা, পোলবা : বর্ধমান রোডে ভয়াবহ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ গেল পঞ্চায়েত সদস্যের স্বামীর। গুরুতর আহত এক কারখানার ম্যানেজার। হুগলির সুগন্ধা মোড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহত হন একটি মোটরবাইকে থাকা সুগন্ধা গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী নির্মল ময়রা। বয়স আনুমানিক ৪০। আরও এক বাইক আরোহী গুরুতর আহত হন। তিনি সুগন্ধা অঞ্চলের একটি কারখানার ম্যানেজার অনুপম কোলে। নির্মল ও অনুপম দুটি মোটরসাইকেলে কামদেবপুর থেকে সুগন্ধা মোড়ের দিকে যাচ্ছিলেন। সেই সময় কলকাতার দিক থেকে আসা একটি এসইউভি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একের পর এক মোটরসাইকেলে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় গাড়িটি বর্ধমান রোড থেকে ছিটকে কলকাতা রুটের দিকে চলে যায়। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ধাক্কার পর গাড়ির যাত্রীরা সবাই পালিয়ে যায়।
আরও পড়ুন- এক সপ্তাহের ব্যবধান, ১৮ অগাস্ট ফের মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী