ফের নিম্নচাপ-কাঁটা সাগরে, বুধবার থেকে দক্ষিণে বাড়বে বৃষ্টি

Must read

প্রতিবেদন : তেমন ভারী বৃষ্টির (Rainfall) পূর্বাভাস না থাকলেও মঙ্গলের সকালে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজল শহর কলকাতা। তবে শহরের এদিক-ওদিকে দফায় দফায় দু-এক পশলাতেও আর্দ্রতাজনিত অস্বস্তি কাটল না। তবে বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণে, বিশেষ করে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। কারণ, সাগরে ফের নিম্নচাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে এবং ক্রমশ তা শক্তিশালী হবে। মঙ্গলবার থেকেই বাংলা ও ওড়িশা উপকূলের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের দিকের জেলাতে। কলকাতা-সহ রাজ্যের দক্ষিণের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া। অন্যদিকে, মঙ্গল ও বুধে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি-ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারের জন্যও। ভারী বৃষ্টির সতর্কতা উত্তর দিনাজপুরে। আর প্রবল বৃষ্টির (Rainfall) জেরে দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির কারণে তিস্তা, তোর্সা, জলঢাকা নদীর জলস্তর বাড়বে। নদী-সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।

আরও পড়ুন- পথদুর্ঘটনায় নিহত পঞ্চায়েত সদস্যের স্বামী

Latest article