কলেজে টিএমসিপি-র বিক্ষোভ

Must read

সংবাদদাতা, আসানসোল : রানিগঞ্জের টিডিবি কলেজে ৫টি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি তুলে দেওয়ার প্রতিবাদে কলেজ ভবন চত্বরে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। টিএমসিপির (TMCP) পতাকা হাতে বিক্ষোভ সামিল হন ছাত্রছাত্রীরা। তাঁদের বক্তব্য, কী কারণে হঠাৎ পাঁচটি সাবজেক্টের উপর পোস্ট গ্র্যাজুয়েট তুলে দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন কলেজ কর্তৃপক্ষ তা জানাননি। অপরদিকে পোস্ট গ্র্যজুয়েট তুলে দেওয়ার কথা স্বীকার করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রাবণী বন্দ্যোপাধ্যায় বলেন, পোস্ট গ্র্যাজুয়েট বন্ধ করে দেওয়ায় ছাত্রছাত্রীদের মনখারাপ হওয়া স্বাভাবিক। তবে বেশ কিছু ডিপার্টমেন্টে ছাত্রছাত্রীর সংখ্যা অত্যন্ত কম ছিল। ভর্তির সময় কিছু ছাত্র থাকলেও ক্লাস করতে করতে সেগুলি কোথাও দুটো, কোথাও পাঁচটায় এসে দাঁড়ায়। এছাড়া ক্লাস রুমেরও অভাব রয়েছে। রয়েছে টিচার ফ্যাকাল্টির অভাব। সেই কারণেই কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন- ফের নিম্নচাপ-কাঁটা সাগরে, বুধবার থেকে দক্ষিণে বাড়বে বৃষ্টি

Latest article