আজ দল নামাবে না মোহনবাগান

ফের কলকাতা লিগ নিয়ে মোহনবাগান বনাম আইএফএ। ডুরান্ড কাপ শেষ না হলে কলকাতা লিগে খেলবে না মোহনবাগান।

Must read

প্রতিবেদন : ফের কলকাতা লিগ নিয়ে মোহনবাগান বনাম আইএফএ। ডুরান্ড কাপ শেষ না হলে কলকাতা লিগে খেলবে না মোহনবাগান। এই মর্মে গত ৮ অগাস্ট চিঠি দিয়ে আইএফএ-কে জানিয়ে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যে কোনও জবাব না আসায় সোমবার ১১ অগাস্ট রাতে মোহনবাগানের তরফে আইএফএ-কে আরও একটি চিঠি দিয়ে জানানো হয়, বুধবার অগাস্ট মেসারার্সের বিরুদ্ধে লিগের ম্যাচ খেলবে না তারা। আপাতত ক্লাব ডুরান্ড কাপে মনোনিবেশ করছে। ডুরান্ড শেষ হলেই লিগের ম্যাচ খেলবে দল। তাতে দুটো প্রতিযোগিতাকেই সমান গুরুত্ব দেওয়া সম্ভব। আইএফএ চিঠি দিয়ে মোহনবাগানকে জানিয়েছে, বুধবারের ম্যাচ পিছনো সম্ভব নয়। ডুরান্ড ও লিগের ম্যাচের মাঝে ৩ দিন সময় থাকছে। তাই বিশ্রামের সুযোগ থাকছে। না খেললে প্রতিপক্ষ বাকিটা লিগের নিয়ম অনুযায়ী হবে।
মোহনবাগানের বক্তব্য, কলকাতা লিগের স্কোয়াডের ১৬ জন ফুটবলারকে ডুরান্ড কাপের জন্য নথিভুক্ত করেছে ক্লাব। তার মধ্যে ৮-৯ জন খেলার সুযোগ পাচ্ছে। ডুরান্ডকেই এখন অগ্রাধিকার দিচ্ছে ক্লাব। ডুরান্ডে আর তিনটি ম্যাচ খেলতে হতে পারে। টুর্নামেন্ট শেষ হলে ফের কলকাতা লিগের ম্যাচ খেলবে দল। এতে ফুটবলাররাও বিশ্রাম পাবেন। এ কথাই আইএফএ-কে জানিয়েছে মোহনবাগান।

আরও পড়ুন-সায়নের দাপটে শীর্ষে ইস্টবেঙ্গল

মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত বলেন, ডুরান্ড কাপে আমাদের জুনিয়র দলের একাধিক ফুটবলার খেলছে। কলকাতা লিগ কি আমরা থার্ড টিম নিয়ে খেলব? কলকাতা লিগের মধ্যে ডুরান্ডকে কেন টুর্নামেন্ট করার অনুমতি দেওয়া হল? দুটো টুর্নামেন্ট একসঙ্গে চলতে পারে না। মোহনবাগান টিমের এই মুহূর্তে যা অবস্থা তাতে দুটো টুর্নামেন্ট একসঙ্গে খেলার জায়গায় নেই আমরা। তাই ডুরান্ড শেষ হলেই লিগে খেলবে দল।

Latest article