৫০০ লোকশিল্পী নিয়ে কোলাঘাটে সম্মেলন

লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতিকেন্দ্রের আয়োজনে এবং পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরি।

Must read

সংবাদদাতা, কোলাঘাট : গ্রামবাংলার লোকশিল্পীদের নিয়ে এবার রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হল লোকশিল্পী সম্মেলন। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বলাকা মঞ্চে আয়োজিত এই সম্মেলনে ৫০০ লোকশিল্পী অংশ নেন।

আরও পড়ুন-বৈভবের পাশে বোর্ড

লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতিকেন্দ্রের আয়োজনে এবং পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী, তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র, অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায়, অনির্বাণ কোলে, জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুহাসিনী কর, তমলুকের পুরপ্রধান দীপেন্দ্রনারায়ণ রায়, পাঁশকুড়ার পুর প্রশাসক নন্দকুমার মিশ্র-সহ অন্যরা।

Latest article