সংবাদদাতা, দুর্গাপুর : ইস্পাত নগরীর নেতাজি ভবনে মঙ্গলবার ছিল বিজেপির কর্মিসভা। তখনও মিঠুন চক্রবর্তী এসে পৌঁছননি অবশ্য। তার আগেই শুরু হয়ে গেল বিতর্ক। কেননা প্রেক্ষাগৃহের স্পিকারে হঠাৎ ফেটে পড়ল চটুল হিন্দি গানের সুর ও কথা : মুঝকো পিনা হ্যায় পিনে দো…। ১৯৯৩-এ রিলিজ হওয়া মিঠুন অভিনীত ‘ফুল অউর অঙ্গার’ ছবির এই গানটির ওই ছবিতে দৃশ্যায়ন ছিল রাগে, হতাশায় ডুবে নায়কের নেশায় চুর হয়ে হারিয়ে যাওয়ার ঘটনা।
আরও পড়ুন-কেন্দ্রের টালবাহানায় তিলপাড়া বাঁধের দুর্দশা, অভিযোগ মানসের
কিন্তু রাজনৈতিক মঞ্চে এই গান বাজতেই চড়তে লাগল রাজনৈতিক পারদ। তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় এই নিয়ে তীব্র কটাক্ষ করে বলেন, এখন ভোট চাইবার আগে বোতল চাইছে বিজেপি! দল তো আগেই হোঁচট খাচ্ছিল, এবার গান শুনে পুরো দুলে যাবে। তাঁর আরও অভিযোগ, রাজনীতির মঞ্চে মদ্যপানের গান বাজানো মানে মানুষের সমস্যাকে পরিষ্কার উপহাস করা।