সংবাদদাতা, রায়গঞ্জ : বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও একটি সমবায়ে জয়ী হল তৃণমূল। ইটাহার থানা ফিশারমেন্স কো¬-অপারেটিভ সোসাইটিতে জয়লাভ করে কমিটি গঠন করল তৃণমূল কংগ্রেস। গত ১৫ ও ১৬ জুলাই নমিনেশন জমা পড়ে ইটাহার থানা ফিশারমেন্স কো-অপারেটিভে।
আরও পড়ুন-উত্তরবঙ্গের পর্যটনে নতুন দিগন্ত ‘সম্প্রীতি ভ্রমণ’
দলের ১৫ জন সদস্য নাম দাখিল করেন। গত ৩ অগাস্ট ভোটের তারিখ থাকলেও বিরোধী দলের কোনও সদস্য না থাকায় এদিন সোসাইটির সভা হলে ইলেকশন অফিসার দেবব্রত পাল তৃণমূলের ১৫ জন সদস্যকে নিয়ে কমিটি গঠন করেন। সম্পাদক বাপন দাস, চেয়ারম্যান সন্তোষ দাস ও ভাইস চেয়ারম্যান হন জোমরুত খান। এদিন তৃণমূলের কমিটি গঠন হতেই সবুজ আবির একে অপরকে মাখিয়ে আনন্দ উৎসবে মিছিল করেন তৃণমূলের নেতা-কর্মীরা। ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কার্তিক দাস, ব্লক যুব সভাপতি মোজাফফর হোসেন, সভানেত্রী পূজা দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার, সহসভাপতি মজিবুর রহমান প্রমুখ।