যোগীরাজ্যে বিশেষভাবে সক্ষম মহিলাকে নির্জন রাস্তায় গনধর্ষণ

একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে নির্জন রাস্তায় নিজের প্রাণ বাঁচাতে দৌড়োচ্ছেন ওই তরুণী। কিন্তু কিছু বাইক আরোহী তাঁকে ধাওয়া করছে।

Must read

নারী নিরাপত্তায় অক্ষম হওয়ার ক্ষেত্রে ক্রমশ শীর্ষে উঠে আসছে যোগী রাজ্যের নাম। প্রায় প্রতিদিন সংবাদ শিরোনাম দখল করে থাকছে ওই রাজ্যে মহিলা ও শিশুদের প্রতি অকথ্য অত্যাচার ও ধর্ষণের ঘটনা। ছাড় পাচ্ছেন না বিশেষভাবে সক্ষম মহিলারাও। এবার উত্তর প্রদেশের বলরামপুরে ২১ বছর বয়সী এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বলে জানিয়েছে পুলিশ। একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে নির্জন রাস্তায় নিজের প্রাণ বাঁচাতে দৌড়োচ্ছেন ওই তরুণী। কিন্তু কিছু বাইক আরোহী তাঁকে ধাওয়া করছে।

আরও পড়ুন-বাংলায় শিল্পায়নের জোয়ার

অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি যখন বাইকে করে ওই মহিলাকে ধাওয়া করে, সেই সময় তিনি একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বাসভবনের পাশ দিয়ে ছুটে যান। তাই সমস্ত ঘটনা সিসিটিভিতে ধরা পড়ে। সূত্রের খবর, সোমবার তরুণী তাঁর মামার বাড়ি থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে এক বাইক আরোহী তাঁকে সেখানে থামিয়ে জোর করে বাইকে বসিয়ে নেন। অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বিশাল পান্ডে এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, তরুণীকে তারপর একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় এবং যেখানে তাঁকে ধর্ষণ করা হয়। পরিবারের তরফে যদিও অভিযোগ করা হয়েছে তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। পুলিশ দুই অভিযুক্ত – অঙ্কুর ভার্মা এবং হর্ষিত পান্ডেকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন-অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণ শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, পুলিশ সুপারের বাসভবনে লাগানো সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তরুণী একটি নির্জন রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছেন এবং বার বার পিছনে তাকাচ্ছেন। অজ্ঞাতপরিচয় কিছু পুরুষ তিন থেকে চারটি বাইকে করে তাঁকে ধাওয়া করছে। এদিন নির্ধারিত সময়ের পরেও যখন তরুণী মামাবাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসেন নি তখন তার পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে শুরু করে। অবশেষে তাঁকে একটি পুলিশ ফাঁড়ির কাছে ঝোপের মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর পোশাক ছিল একেবারেই ছিন্নভিন্ন অবস্থায়। জ্ঞান ফিরতেই তরুণী অভিযোগ করেন যে তাঁকে বাইক আরোহীরা গণধর্ষণ করেছে। তরুণীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে বলেই জানিয়েছে পুলিশ।

Latest article