পুলিশকে মার! জালে সক্রিয় বিজেপি কর্মী

Must read

প্রতিবেদন : নবান্ন (police) অভিযানের নামে বিজেপির চূড়ান্ত অসভ্যতা! পুলিশ কর্তাদের কুৎসিত ভাষায় আক্রমণ বিরোধী দলনেতার। আর নেতাদের প্রশ্রয়ে পুলিশকে মারধর নিচুতলার কর্মীদের। শনিবারের সেই অভিযানে পুলিশকর্মীকে মারধরে অভিযুক্ত এক বিজেপি কর্মীকে বুধবার গ্রেফতার করল কলকাতা পুলিশ। মিছিল থেকে সেদিন বিজেপির গুণ্ডাবাহিনী হামলা চালিয়েছিল ডিসি এসএসডি বিদিশা কলিতার দেহরক্ষীর উপর। সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করল লালবাজার। জানা গিয়েছে, ধৃত জগদ্দলের সক্রিয় বিজেপি কর্মী চন্দন গুপ্ত। ঘটনার দিন যেভাবে ডিসি এসএসডি-র দেহরক্ষী প্রশান্ত পোদ্দারের উপর হামলা চালিয়েছিল বিজেপির গুন্ডাবাহিনী, তাতে খুনের চেষ্টার ধারা যোগ করেছে পুলিশ।

আরও পড়ুন- বাংলাতেও জোর করে এসআইআর চেষ্টা নিয়ে সুপ্রিম সওয়াল তৃণমূলের

Latest article